অল্প কথায় অনেক অর্থ প্রকাশ এক বিশেষ গুণ। মুসা আল হাফিজ অনন্য এই গুণটিই রপ্ত করেছেন। বিষগোলাপের বন এক ভিন্নধর্মী দার্শনিক চিন্তাভাবনার মৌলিক রচনা। একটি শব্দ কিংবা একটি বাক্য আপনাকে দিনমান ভাবনার রাজ্যে সফর করাবে। ‘ বিষগোলাপের বন ‘ মুসা আল হাফিজের দার্শনিক চিন্তা ভাবনার এক অনবদ্য উপস্থাপনা।অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করার ক্ষমতা লেখকের এক বিশেষ গুণ।তারই প্রকাশ ঘটেছে এই বইয়ের প্রতিটি পাতায়। লেখকের সাথে বিষগোলাপের বনে বিচরণের প্রতিটি ক্ষণে ক্ষণে আপনাকে ভাবতে হবে।জ্ঞান, সংবেদন ও দর্শনের নিবিড় সংযোগে জীবন ও জগতের বিচিত্র অনুভবের রহস্য উন্মোচন করতে করতে আপনি খুঁজে পাবেন জীবনের আসল রূপ।লেখকের এই বইটি ঘুমন্ত চেতনাকে জাগ্রত করতে পাঠককে ঘুরিয়ে আনে ভাবনার রাজ্য থেকে।লেখক বইতে লিখেছেন,”আমার কাছে কিছু স্বপ্ন আছে,তোমরা ঘুমাচ্ছো বলে দেখাতে পারছি না,ঘুম থেকে জাগো, স্বপ্ন দেখাবো।” ছোট্ট এই বইটিতে লেখক ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বিভিন্ন ভঙ্গিতে;উপমা,কবিতা,দার্শনিক প্রবাদ,নীতিকথা কিংবা বিদ্রুপাত্মক আলোচনায়। লেখক বইটিকে পাঁচটি অধ্যায়ে বিভক্ত করেছেন।প্রতিটি অধ্যায়ে বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করেছেন।