ক্যাম্পের ভিতরে আটকে পড়া বাঙালি আমরা । আব্বু এবং আংকেলদের চাকুরি নেই । সকাল বিকাল শুধু বোল করে । তারা ভেবে চিনতে টুয়েলভ ক্লাশ পর্যন্ত প্রবাসী বাংলা শিক্ষাকেন্দ্র খুললেন । আব্বু হেড মাস্টার,মীর মামা প্রিন্সিপাল । শুরুহলো জীবনের আরেক ধাপ । রেডিওর বাক্স ভেঙে ভিতরের যন্ত্রপাতি হাতে নিয়ে চারপাশ ঘিরে সবাই বিবিসি শুনতাম । ক্রমেই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে । পাক সেনারা পিছু হটতে শুরু করছে । খন্ড খন্ড খবর পৌঁছায় বন্দী শিবিরেও । ক্যাম্পে আমাদের দিন কাটে । আমরাও ক্যাম্পের ভিতরেও পড়াশোনা করি । বৈচিত্রহীন জীবন । সবাই অধীর আগ্রহ অপেক্ষায় থাকে কবে দু’দশকের চুক্তি হবে কবে আমরা স্বদেশে ফিরে যাবো ।