"হিমু সমগ্র" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া: 'হিমু'কে অর্থাৎ হিমালয়কে কি আপনারা চেনেন? তার। রহস্যময় জগত সম্পর্কে আপনাদের ধারণা কি? আপনাদের সাথে তার কি কখনো দেখা হয়েছে? অথবা আপনার কি কখনো মনে হয়েছে আমাদের সবার ভেতর একজন হিমু বাস করে? হুমায়ূন আহমেদ সেই হিমুকে বের করে নিয়ে এসেছেন- যে একই সঙ্গে খুবই চেনা আবার একেবারেই অচেনা। যে কখনো সত্যি কথা বলেনা আবার কখনোই মিথ্যা কথা বলে। কেমন করে তা সম্ভব ?