"স্রেফ ভালোবাসার অন্য রকম আর অন্য ধারার একটা উপন্যাস লিখতে চেয়েছেন সুমন্ত আসলাম। সম্ভবত তিনি তা লিখেছেনও। কিন্তু এরই মধ্যে অনেক কিছু অনেকভাবে এনে ফেলেছেন তিনি এই উপন্যাসে—কিছুটা ভয়ে, কিছুটা সাহসে। এর জন্য কেউ যদি কিছু মনে করেন, তাতে লেখক মোটেও দায়ী নন বলে জানিয়ে দিয়েছেন। যদি এটা পড়ে আপনি নিজেও কিছু বোঝার চেষ্টা করেন, অন্য কিছু ভাবেন, এর জন্যও লেখক দায়ী হবেন না। তবে আপনাকে আশ্বস্ত করছি আমরা—এই উপন্যাসটি একবার পড়া শুরু করলে সম্মোহিত হবেন আপনি, থামতে পারবেন না কোনোভাবেই। তারপর আপনি নিজেই অবাক হবেন, সিদ্ধান্ত নেবেন—এটা কি স্রেফ একটা ভালোবাসার উপন্যাস, না অন্য কিছু? আর সবকিছুর জন্য দায়ী আসলে কে? প্রিয় বন্ধু, সুমন্ত আসলামের অন্যতম সেরা উপন্যাসে আপনাকে আমন্ত্রণ। "