আমাদের স্মৃতির ভেলায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ' গ্রন্থটি লেখক সুনীল সাহার কিশোরবেলার স্মৃতি-আলেখ্য। ১৯৫৯ সালে কিশোরগঞ্জের নিকলী জি.সি. হাইস্কুলে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোঃ আবদুল হামিদ ছিলেন লেখকের সহপাঠী। স্কুলের দশম শ্রেণিতে নতুন সহপাঠী হামিদের আগমন, তাঁর সঙ্গে অন্য সহপাঠীদের পরিচয়-ঘনিষ্ঠতা, শিক্ষকদের প্রিয়পাত্র হয়ে ওঠা-সহ কী করে দিনে দিনে একজন ছাত্রনেতা হয়ে উঠলেন—তারই অন্তরঙ্গ বয়ান এই গ্রন্থ। বলতে পারি, লেখকের ছেলেবেলার বহুবিচিত্র ঘটনাস্মৃতির মণিমালা এ বই। লেখক গল্পচ্ছলে এই বইয়ে তুলে এনেছেন তাঁর কিশোরবেলার ফেলে আসা রোমাঞ্চকর দিনগুলোর কথা-কাহিনি। এই বই পড়ে পাঠক একদিকে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলেবেলার দুরন্তপনাকে যেমন খুঁজে পাবেন, অন্যদিকে পাবেন সেই সময়ের ব্যক্তি তথা সমাজজীবনের টুকরো টুকরো চিত্র।