তিমি ও ডলফিন প্রাণিজগতের এক বিস্ময়কর সৃষ্টি। বৈজ্ঞানিক তথ্যের মিশেলে রহস্যভরা তিমি ও ডলফিনের গল্প-কাহিনি নিয়ে এমন বই বাংলাদেশে এটিই প্রথম। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মনে নির্মল আনন্দ জোগানোর পাশাপাশি তাদের জানার পরিধিকেও বাড়িয়ে তুলবে এই বই। প্রাণিজগতে তিমি ও ডলফিন অনন্য বৈচিত্র্যের অধিকারী। এরা আমাদের মতো স্তন্যপায়ী প্রাণী কিন্তু বাস করে পানির গহিন অন্ধকারে। ফলে অধিকাংশ সময় এরা থাকে লোকচক্ষুর অন্তরালে। এদের সম্পর্কে মানুষের জানাশোনা যেমন অল্প তেমনি বিজ্ঞানীরাও এদের সম্পর্কে এখনো পুরোপুরি জানতে পারেননি। এশিয়া ও দক্ষিণ আমেরিকার নদ-নদীতে বাস করে আকর্ষণীয় কয়েক প্রজাতির ডলফিন। আচার-আচরণ ও জেলেদের সঙ্গে এদের বিশেষ সম্পর্ক রূপকথা, পুরাকাহিনি ও লৌকিক গল্পগাথায় স্থান করে নিয়েছে। অন্যদিকে মেরুদেশের গভীর হিমশীতল জলরাশিতে বাস করে দৈত্যাকার রহস্যময় নানা জাতের তিমি ও ডলফিন। মেরুবাসী এস্কিমো ও ইনুয়িত উপজাতির সঙ্গে এদের রয়েছে জীবন-জীবিকার সম্পর্ক। অতীতে মুনাফালোভী শিকারিরা এদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। রহস্যময় এই সামুদ্রিক প্রাণী দুটি সম্পর্কে নানা বৈজ্ঞানিক তথ্যসহ অনেক জটিল কিন্তু কৌতূহলোদ্দীপক বিষয় সহজ ও প্রাঞ্জল ভাষায় গল্পাকারে লেখক এ বইয়ে তুলে ধরেছেন। কিশোর-তারুণসহ সব বয়সী পাঠকের মধ্যে তিমি-ডলফিন সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করবে বইটি।
"শিক্ষা প্রসঙ্গে দেশ-বিদেশের মহামানব ও মনীষীদের নির্বাচিত উক্তি এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে তার ব্যাখ্যাসংবলিত এ বই শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ এবং অন্য যাঁরা দেশ ও সমাজ নিয়ে চিন্তা করেন, তাঁদের সবারই সংগ্রহে রাখার মতো। শিক্ষা নিয়ে যুগে যুগে নানা চিন্তাভাবনা ও গবেষণা হয়েছে, তৈরি হয়েছে বহু তত্ত্ব। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা বিষয়ে মানুষের ধারণা বদলেছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকেই শিক্ষা প্রসঙ্গে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। শিক্ষার উদ্দেশ্য, ধরন এবং শিক্ষাদানের পদ্ধতি নিয়ে কথা বলেছেন। আমাদের সবারই কমবেশি তা জানা দরকার। বিশেষ করে শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ এবং অন্য যাঁরা দেশ ও সমাজ নিয়ে ভাবেন। কারণ, শিক্ষাই একটা জাতি বা জনসমাজের গন্তব্য নির্ধারণ করে। আমাদের দেশে শিক্ষা নিয়ে এযাবত্ অনেক পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু এ ব্যাপারে কোনো সঠিক দিশা মনে হয় আমরা আজও খুঁজে পাইনি। এ রকম একটি বাস্তবতায় শিক্ষা নিয়ে ভাবনার খোরাক জোগাতে হাতের কাছে রাখার মতো একটি বই শিক্ষার শত শিখা। শিক্ষা প্রসঙ্গে দেশ-বিদেশের মহামানব ও মনীষীদের নির্বাচিত উক্তি এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে তার বিশ্লেষণ সমৃদ্ধ এ বই কেবল আমাদের করণীয় বা দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেবে না, ভাবনার নতুন উৎস খুলে দিতে পারে। "