বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের বিভিন্ন এলাকায় শরণার্থী হয়ে বাস করেছেন বাংলাদেশের মানুষেরা। এই পটভূমিতে রচিত হয়েছে শরণার্থীর সুবর্ণরেখা উপন্যাস। এটি নিঃসন্দেহে সময়ের ছায়াশিল্প। শরণার্থী জীবনের নানা চিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরে শরণার্থীদের বসবাস এই সময়ের পাঠকবৃন্দ নিঃসন্দেহে স্বাধীনতার সময়কে খুঁজে পাবেন। এই সময়কে বোঝার ভেতর আত্ম-আবিষ্কারের চিত্র পাবেন। আর নতুন প্রজন্ম, যাঁদের স্বাধীনতার পরে জন্ম হয়েছে, তাঁরা শরণার্থীদের জীবনযাপন বুঝতে পারবেন। মুক্তিযুদ্ধের সময়ের চিত্র পাবেন। শরণার্থীদের সুবর্ণরেখা শিল্পের মানসভূমি।