যে আলো প্রতিদিন প্রদক্ষিণ করে বাংলাদেশ,তার ছায়ায় ছায়ায় হাঁটেন একজন বঙ্গবন্ধু। তাঁর স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’। যা এর আগে অনেক নেতাই পারেননি,দেখিয়ে দিয়েছিলেন একজন শেখ মুজিবুর রহমান-মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে। তাঁর শাসনকাল ছিল মাত্র সাড়ে তিন বছর। তিনি অনেক কিছুই সমাপ্ত করতে পারেননি! পনেরোই আগস্টের চরম নির্মমতার পর অনেক প্রতিকূলতা পেরিয়ে দাঁড়াতে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে। দলের হাল ধরেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আজকের বাংলাদেশ এগোচ্ছে জাতির পিতার জ্যোতিরেখায়। তাঁর দেখিয়ে যাওয়া আলোর পথেই হাঁটছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী। এই গ্রন্থের প্রবন্ধগুলোতে সেই তথ্য,তত্ত্ব ও উপাত্তের সন্নিবেশ ঘটেছে। যা জানলে,নতুন প্রজন্ম অনুধাবন করতে পারবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়া একটি রাষ্ট্রের চাওয়া-পাওয়ার স্বচ্ছচিত্র।