দৃষ্টিভঙ্গির কারণে নিরেট বাস্তবতার মানেও কখনো পাল্টে গিয়ে নতুন অর্থ তৈরি করে। আর তার সামনে হতবিহ্বল হয়ে দাঁড়াই আমরা। এই বইয়ের ৭৬টি ছোট ছোট গল্প তেমনই। আমাদের যাপিত জীবনের, চারপাশের আটপৌরে বাস্তবতার এই সব গল্প পাঠককে রূঢ় সমকালীনতার স্পর্শ দেবে। একই সঙ্গে দেবে আয়নায় নিজেকে দেখার সুযোগও।