প্রাণিবৈচিত্র্যে ভরা আমাদের পৃথিবীর পরিবেশ বদলে যাচ্ছে। কিছু মানুষের অনৈতিক আাশের শিকার গাছপালা, নদীনালা, পশুপাখি। আজকের শিশু-কিশোরদের মাঝে পরিবেশের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য, পশুপাখি, কীটপতঙ্গ ও গাছপালা সম্পর্কে সচেতন করার জন্য বইটি লেখা হয়েছে। আশা করি বইটি সবার ভালো লাগবে।