বাংলাদেশের কবি ও নাট্যকার আনিসুর রহমানের তিনটি নাটক নিয়ে এ গ্রন্থ 'তিন ভুবনের তিন নাটক'। নাটকগুলো প্রাথমিকভাবে ইংরেজিতে লেখা হলেও আর্মেনিয়া, নরওয়ে, সুইডেনসহ নানা দেশের নাট্যশালা, শিক্ষা প্রতিষ্ঠান ও বেতার থিয়েটারে কয়েকটি ভাষায় প্রযোজিত হয়েছে। তিনটি নাটকই কাল্পনিক প্রামাণ্য রচনা । 'নাইট জার্নি' নাটকটি নাট্যকার হেনরিক ইবসেন এবং অগাস্ট স্ট্রিন্ডবার্গের জীবন ও কর্মকে আশ্রয় করে; ‘হায়েনা ও মন্ত্রী' নাটকটি একজন ফেরারি শরণার্থীর হায়েনা হয়ে যাওয়ার পরিণতিকে এবং ‘আমি মালালা' মনোলগটি তালেবানের খপ্পরে থাকা নোবেল জয়ী মালালা ইউসুফজাঈর অপার উদ্যম ও সাহসকে উপজীব্য করে লেখা। তিনটি নাটকের ভিন্ন তিন মেজাজ, আঙ্গিকে আলাদা, নতুন এক পরীক্ষণ; নাটক ও নাট্যতত্ত্বের আন্তর্জাতিক এক সংযোজন ।