বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো জটিল এক হিসাব কষেছিল। কেবল পক্ষ বা বিপক্ষের সোজা হিসাবের বাইরে কাজ করেছিল আরও নানা সমীকরণ; ঘটনার পরম্পরা ও প্রভাব-প্রতিক্রিয়া। আর তার রেশ কেবল নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অবমুক্ত হওয়া মার্কিন গোপন দলিলের তথ্য বিশ্লেষণ করে লেখা বইটি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আগ্রহীদের জন্য অবশ্যপাঠ্য।