"মৃন্ময়ী" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: আঁধার দেখেছি, তবু আছে অন্য বড়াে অন্ধকার, মৃত্যু জেনেছি, তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে ; পেছনের আগাগােড়া ইতিহাস রয়ে গেছে, তবু যেই মহা-ইতিহাস এখনাে আসে নি তার কাছে কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলােড়ন হৃদয় ও বিষয়ের ; মন এক অন্য দীপ্ত মন। – জীবনানন্দ দাশ