আমার এই মুক্তিযুদ্ধ ফিরে দেখা গ্রন্থের নেপথ্যে উৎসাহ জুগিয়েছেন সহধর্মিণী সুলতানা নাদীরা বেগম নাজনীন এবং দুই মেয়ে নাদিয়া ইসলাম ও নিতিয়া ইসলাম। এদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার সঙ্গে যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা শিল্পী ইমরুল চৌধুরী। তাঁদের উৎসাহে স্মৃতি নির্ভরশীল ঘটনাবহুল বই রচনায় সাহস পেয়েছি। এই বই ৬৬৮২২টি শব্দমালায় রচিত। চল্লিশ বছর পেছনের ঐতিহাসিক ঘটনা দিনের পর দিন চর্চা, গর্ব, অহংকারের সুরক্ষায় যেন একটি টাটকা স্মৃতি হয়ে গেছে। 'ঐতিহ্য' সৃজনশীল প্রকাশনায় বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এর প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমান নাইমের গভীর আগ্রহে ও উৎসাহে বইটি লেখায় আত্মনিয়োগ করি এবং তাঁরই প্রচেষ্টার ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত আরও একটি দলিল হিসেবে বইটি প্রকাশ পেল। এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ ও তাঁকে ধন্যবাদ জানাই। এ ছাড়া ধন্যবাদ প্রাপ্য আমার সাবেক সিনিয়র সহকর্মী বাংলাদেশ বেতারের প্রাক্তন পরিচালক ও নাট্যকার কাজী মাহমুদুর রহমানের-তাঁর আন্তরিক সহযোগিতার জন্য।