হুমায়ূন আহমেদ তার যাবতীয় সৃষ্টিশীলতায় যেমন, তেমনি মুক্তিযুদ্ধের গল্পেও জীবনের সৌন্দর্য আর সত্য উদ্ঘাটনে ছিলেন নিরলস। আর তাই একটি বিশেষ সময়ের ছবি হয়েও গল্পগুলাে চিরন্তনতার উচ্চমর্যাদায় প্রতিষ্ঠিত। গল্পগুলাে তাই বারবার পাঠেও ক্লান্তিকর হয়ে ওঠে না। ফুরিয়ে যায় না তাদের আবেদন। মনকে বরং স্নিগ্ধ আবেশে ভরে তােলে। সার্থক শিল্পের ধর্মই তাে তা-ই। বাংলা সাহিত্যের এই স্থায়ী সম্পদ একসঙ্গে পাওয়া তাই পাঠকের জন্যে এক বড় প্রাপ্তি।