ডেভ এলিয়ট এক সকালে নিজের অফিসে ঢুকেই আবিষ্কার করে তাকে সবাই খুন করতে চাচ্ছে। নিজের বস, সহকর্মী এমনকি তার স্ত্রীও। কিন্তু কেন? জোসেফ গারবার-এর অনবদ্য আর টান টান উত্তেজনার এই থৃলারটি পাঠক দারুণ উপভোগ করবেন।
আট বছর ধরে ড. ডেভিড বেক জানে তার স্ত্রী মৃত অসহ্য যন্ত্রণা, হাহাকার আর সংশয় তাকে বিপর্যস্ত করে তুলেছে। বেদনার্ত বেক চেষ্টা করছে নিজেকে মানিয়ে নেবার কিন্তু হঠাৎ করেই কিছু রহস্যজনক ইমেইলের আগমনে তার পৃথিবীটা আবারও এলােমেলাে হয়ে গেল। সম্প্রতি খুঁজে পাওয়া দুটো লাশ আর নিজের স্ত্রীর খুনের দায়ভার-সবকিছুই এসে চাপলাে তার ওপর। তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠল পুলিশ, কিন্তু অসহায় বেক পালিয়ে বেড়ালাে সম্পূর্ণ অন্য একটা কারণে। ঘটনাক্রমে ধীরে ধীরে সামনে এলাে অসম্ভব এক রহস্য, নিখুঁত একটি পরিকল্পনা, এবং অবশ্যই অজানা কিছু সত্য।
মাইনুল, সাদাসিধে একজন মানুষ। এক পা খোঁড়া, স্ত্রী আর এক মেয়ে নিয়ে নিঝঞ্জাট পরিবার। মাঝরাতে জড়িয়ে পড়ল এক ঝামেলায়। রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সন্তান কবির খানকে পাওয়া গেল মৃত অবস্থায়। খুনিকে ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠলাে স্থানীয় থানা। উপর মহল থেকে চাপ আসছে ক্রমাগত। থানার দুই অফিসার আরিফুল হক এবং হাফিজ সরকার উঠে পড়ে লাগল খুনিকে খুঁজে বের করতে। এক খুনের সমাধান না হতেই দ্বিতীয় খুন। তারপর... সাম্ভালা-ট্রিলজিখ্যাত শরীফুল হাসানের ভিন্নধর্মি এই থৃলারটি সকলের ভালাে লাগবে।
স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হবার ঠিক আগে খুন হয়ে গেল ইয়ােশিতাকা, বিষ প্রয়ােগে হত্যা করা হয় তাকে। সঙ্গত কারণেই তার স্ত্রী আয়ানে হয় প্রধান সন্দেহভাজন। কিন্তু সমস্যা একটাই-ইয়ােশিতকার মৃত্যুর সময় কয়েক শ' মাইল দূরে অবস্থান করছিল সে। টোকিও'র পুলিশ ডিটেক্টিভ কুনাগির দৃঢ় বিশ্বাস, আয়ানে নির্দোষ। কিন্তু তার সহযােগি উতসমি মনে করে এই হত্যাকাণ্ডে মহিলা জডিত। কারাে কাছেই শক্ত কোনাে প্রমাণ নেই। বাধ্য হয়েই ডিটেক্টিভ গ্যালিলিও হিসেবে পরিচিত এক প্রফেসরের শরণাপন হয় উতসমি। কিন্তু এই কেসটি তার ক্ষুরধার মস্তিষ্ককেও বিপদে ফেলে দেয়। রীতিমতাে অসম্ভব হয়ে ওঠে সমাধান করাটা। এ রকম ঠাণ্ডা মাথার খুনির নাগাল পাওয়া কি সম্ভব হবে? ডিভােশন অব সাসপেক্ট এক্সর মাধ্যমে বিখ্যাত জাপানি থৃলার লেখক কিয়েগাে হিগাশিনাের অসাধারণ কাজের সাথে বাংলাভাষি পাঠক এরই মধ্যে পরিচিত হয়েছেন, স্যালভেশন অফ আ সেইন্ট-এ তারা আরেকবার মুগ্ধ হবেন, বিস্মিত হবেন ডিটেক্টিভ গ্যালিলিওর বুদ্ধিদীপ্ত অনুসন্ধান দেখে।