"বিস্ময়কর ব্যাকটেরিয়া বইটি ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া স্যার কর্তৃক রচিত অনুজীব বিষয়ক বই। বইটিতে অতি ক্ষুদ্র এক একটি ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। কোথায় নেই ব্যাকটেরিয়া সেটিই বড়ো প্রশ্ন। কারণ পৃথিবীর সর্বত্রই এদের দেখা মেলে। মাটি বলি, পাথর বালি, নদনদী কিংবা সমুদ্র বালি এবং এমনকি মেরু অঞ্চলের বরফেও এদের উপস্থিতি দেখা যায়। মরুভূমির তপ্ত বালু কিংবা উষ্ণ ঝরনাধারায় এদের কোনো কোনোটার বাস, কোনো কোনোটা বাস করে অন্য জীবের দেহের উপর কিংবা দেহের ভেতরও। গাছপালা, প্রাণী কিংবা মানুষের দেহের মধ্যেও এদের উপস্থিতির কথা জানা গেছে। কেবল উপস্থিতি নয় রীতিমতো সেখানে বাস করে ব্যাকটেরিয়া। মানুষের দেহে যত কোষ আছে তারও দশ গুণ বেশি আছে ব্যাকটেরিয়ার কোষ। প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়া বাস করে মানুষের পরিপাক নালিতে। থাকে এরা এমনকি জাবর কাটা পশুর অন্ত্রেও। পৃথিবী পৃষ্ঠের নিচে বেশ গভীরে বাস করে কোনো কোনো ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়া বাস করে মাটিতে কিংবা মৃত জীব বা গাছপালার মধ্যে। এক গ্রাম মাটিতে থাকতে পারে ৪০ মিলিয়ন ব্যাকটেরিয়ার কোষ। আর বিশুদ্ধ পানযোগ্য এক মিলিলিটার পানিতে থাকতে পারে এক মিলিয়ন ব্যাকটেরিয়া।"