প্রলয় একজন ফেরারী আসামী। সে কখনও কারো সাথে প্রতারণা করেনি, এছাড়া এমন কোনো অপরাধ নেই যেটি সে করেনি। সে ধরা পড়বে কখনও ভাবেনি, কিন্তু শেষ পর্যন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। দুর্ভেদ্য কারাগারে তার বাকী জীবন কাটাতে হবে — অন্তত সেটাই সবাই ভেবেছিল। কিন্তু প্রলয়ের মস্তিষ্ক অবিশ্বাস্য ক্ষুরধার। কারাগারের চার দেওয়ালের মাঝখানে সে কী আসলেই বাকী জীবন কাটিয়ে দেবে? কাটানো উচিৎ?