পোষা পাখি সম্বন্ধে বিদেশি বইগুলি আজ অবধি শুধু হিমমণ্ডলের (Temparate) আবহাওয়ার ভিত্তিতে পাখির রক্ষণাবেক্ষণের ব্যাপারে কথা বলে এসেছে। লেখক তাঁর দুই যুগাধিক কালের পাখি পোষার অভিজ্ঞতা ও তৎসম্বন্ধীয় পড়াশুনাকে ছাপার অক্ষরে প্রকাশ করে, গ্রীষ্মমণ্ডলের আবহাওয়ায় পোষাপাখির রক্ষণাবেক্ষণ সম্বন্ধে এক কার্যকরী এবং সময়োপযোগী সচিত্র গাইড বুক উপহার দিয়েছেন। বাংলা ভাষায় প্রকাশিত এই বিষয়ের উপর লেখা প্রথম বইটি নবীন ও জিজ্ঞাসুদের প্রয়োজন মেটাবে।