জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনসঙ্গী হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বাংলার ইতিহাসের পরম আশ্রয়ের নাম। কিশোরী রেণু যখন বঙ্গবন্ধুর সাথে পথ চলা শুরু করেন তখন থেকে আমৃত্যু জাতির পিতার ছায়াসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। অসমসাহসী এই মহিয়সী নারী নীরবে নিভৃতে সংসার,সন্তান,বাঙ্গালীর আন্দোলিত চেতনার অভিভাবক হয়ে ছিলেন। নিজ গুণে সবার অন্তরে বিরাজমান বিজয়লক্ষ্মী নারী হিসেবে সারাজীবন বঙ্গবন্ধুর সাথে স্বাধীনতার স্বপ্ন বুনে গেছেন। বাংলাদেশের ইতিহাসের পাতায় প্রজন্য থেকে প্রজন্মান্তরে তাঁর নাম উচ্চারিত হবে গৌরবে আর ভালোবাসায়। তিনি স্বাধীন বাংলার ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র।
আমাদের জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে মৌলিক লেখালেখি ও তথ্য উপাত্ত খুব একটা পাওয়া যায় না। বঙ্গমাতা নিজেও অন্দরে থেকে ঠিক সময়ের ঠিক ভূমিকা পালন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। লোকচক্ষুর আড়াল ভেঙে জনসম্মুখে আসার ব্যাপারে তাঁর ছিল দারুণ অনীহা। যদিও বাংলাদেশের জন্মের মহাকাব্যিক ইতিহাসে বঙ্গবন্ধুর পাশাপাশি তিনি মহাকাব্যের কেন্দ্রের একজন অবশ্যম্ভাবী মনীষা। বঙ্গমাতা সম্পর্কে যথাসাধ্য পাঠ পরিক্রমা,কল্পনা আর ইতিহাসের প্রাপ্য সূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মানব ইতিহাসের বিরল এ মহিয়সী নারী আমাদের বঙ্গমাতাকে নিয়ে আনিসুর রহমানের লেখা এ মহাকাব্যিক স্বগত-সংলাপ বা এপিক মনোলোগ ‘আমাদের বঙ্গমাতা’। এই এপিক মনোলোগ কিশোর তরুণদের উদ্দেশে লেখা,একই সঙ্গে বেতার ও থিয়েটারে প্রযোজনা উপযোগী একক চরিত্রের একটি পূর্ণাঙ্গ নাটক।