বখতিয়ার খলজির বাংলা বিজয় থেকে ১২৫৯ সাল পর্যন্ত বাংলার ইতিহাসের একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো তবকাত-ই-নাসিরী। লেখক নিজে সে সময়ের ঘটনাপ্রবাহের অংশীদার ছিলেন। সরেজমিন তথ্য সংগ্রহ করেছেন বখতিয়ার খলজির বেঁচে থাকা সহযোগীদের কাছ থেকে। সব তথ্য নিয়ে লিখেছেন এই বই। প্রত্যক্ষদর্শীর লেখা বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাসের মূল থেকে অনুবাদ আর সঙ্গে বিশদ অমূল্য ভূমিকা। বাংলায় মুসলিম সমাজের বিকাশ সম্বন্ধে জানতে অদ্বিতীয় গ্রন্থ।