জেমস জয়েসের কালজয়ী উপন্যাস 'ইউলিসিস' নিয়ে এই ধরনের বই লেখা হয় নি, এর আগে, দেশে কিংবা বিদেশে। নদীপথে লেখকের ঢাকা থেকে খুলনা যাত্রা দিয়ে এই বই শুরু ও শেষ, মাঝখানে রয়েছে জয়েসের কালজয়ী উপন্যাস ‘ইউলিসিস’ পাঠের মাধ্যমে লিওপোল্ড ব্লুম এবং অন্যান্য চরিত্রের ডাবলিন শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিভ্রমণের বর্ণনা। বর্তমান কালের এই সব ভ্রমণকে ধারণ করে আছে হোমারের এপিক, ওডিসির নায়ক ওডিসিউস (ইউলিসিস)-এর ঘরে ফেরার রোমাঞ্চকর দশ বছরের কাহিনি, আকারে এবং ইঙ্গিতে। জয়েসের ‘ইউলিসিস’ পাঠ যেমন সুদূর অতীতের এপিকের জগতে ভ্রমণ এবং আধুনিক কালের একটি সাধারণ দিনের পরিক্রমায় অংশগ্রহণ, এই বইও নদীপথে কালজয়ী উপন্যাসটি সঙ্গী করে যাত্রার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্ণনা, যে বর্ণনায় আছে আকস্মিকতার বিস্ময়, জটিলতার জন্য হতবুদ্ধি হয়ে যাওয়া, ভাষার দুর্বোধ্যতার জন্য বিরক্ত হয়ে ধৈর্য্য হারিয়ে ফেলা এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ না বুঝেও এক যাযাবর লেখকের অনড় অধ্যবসায় এবং গভীর পাণ্ডিত্যের সামনে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাওয়ার মতো বিচিত্র ঘটনা। 'নদীপথে, সঙ্গে ইউলিসিস' পড়ার পর জয়েসের 'ইউলিসিস' উপন্যাস জটিল মনে হবে না, কঠিনতা সত্বেও।