"জন্ম ঝড়ের বাংলাদেশ" বই নিয়ে বিখ্যাত কয়েকজনের মন্তব্য । মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ বলেন, “এই অমর কাহিনীগল্প শুধুই গল্প নয়, একটি জাতির ইতিহাসও। এই গ্রন্থের কাহিনীকার এমন এক ব্যক্তি, যিনি ষাটের দশক থেকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত থেকে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে নিজেকে সঁপে দিয়েছিলেন।” জন্ম ঝড়ের বাংলাদেশ - ড. নূরুন নবী কবি দিলারা হাফিজ বলেন, “হৃদয় ছোঁয়া বর্ণনায় আমাদের সবচেয়ে গৌরবের দিনগুলোর ঐতিহাসিক ঘটনাবলির সংকলন এই গ্রন্থটি। আমার কাছে নূরুন নবী শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, আমার স্বামী কবি রফিক আজাদের সহযোদ্ধা হিসেবে আলাদা মর্যাদায় আসীন। আমি তাঁকে অভিবাদন জানাই এই গ্রন্থটি রচনার জন্য।” কথাশিল্পী সালমা বাণী বলেন, “সাহিত্য মর্যাদায় ‘জন্ম ঝড়ের বাংলাদেশ’ গ্রন্থটি যেমন উত্তীর্ণ, তেমনি ঐতিহাসিক প্রেক্ষাপটেও তুলনাহীন।”