বঙ্গবন্ধুর জীবনের ক্যানভাস বহু রঙে রঙিন। জীবন ও জগতের সব ছবি সেখানে প্রতিফলিত। এই সুপরিসর মোজাইকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নাগপাশ থেকে মুক্ত হওয়ার আন্দোলন আছে, পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের দৃঢ় সংকল্প ব্যক্ত হয়েছে, পাকিস্তানের শোষণ-শাসন যখন সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে-ইতিহাসের সেই ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা আছে এবং সবশেষে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। সুখ-দুঃখ, আনন্দ-বিষাদ, উদারতা ও সংকীর্ণতা, লোভ ও স্বার্থত্যাগ, বন্ধুত্ব ও বৈরিতা, আনুগত্য ও বিশ্বাসঘাতকতা, নৈরাজ্য ও আশাবাদ, এক কথায় মানুষের জীবনের সব দিক তিনি খুব কাছে থেকে দেখেছেন। একজীবনে এমন বিশাল অভিজ্ঞতা অর্জনের দৃষ্টান্ত খুব বেশি নেই। এই অতুলনীয় অভিজ্ঞতা তাঁর জীবনকে দিয়েছে এপিকের বিশালতা। আধুনিক কালের এই এপিকে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সগর্বে উজ্জীন জয়ের পতাকা। বিজয়ের স্থপতি হিসেবে তিনি জীবদ্দশাতেই হয়ে গিয়েছেন কিংবদন্তির নায়ক। মৃত্যুর পর তাঁর জীবন ইতিহাসের ঊর্ধ্বে উঠে রূপান্তরিত হয়েছে রূপকথার কাহিনিতে। সেই অবিস্মরণীয় কাহিনি নিয়ে লেখার শেষ নেই, কখনো হবে না। খ্যাতিমান কথাশিল্পী হাসনাত আবদুল হাইয়ের বারোটি গল্পের এই অনবদ্য সংকলনে প্রতিফলিত হয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর জীবন, তাঁর সময় ও সমকালীন সমাজের নানা ছবি।