জোছনা নিয়ে উচ্ছ্বাস আমার পুরনাে অসুখ। সুযােগ পেলেই কিছুক্ষণ জোছনা বন্দনা। এই অবস্থায় যখন কোনাে প্রকাশক বলেন— আপনার জোছনা বিষয়ক লেখাগুলি একত্র করে বই বের করলে কেমন হয় ? তখন আঁৎকে উঠতে হয়, কারণ আমার এমন কোনাে বই নেই যেখানে জোছনা বিলাস নেই। তারপরেও তিনটি উপন্যাস নিয়ে বের হল— জোছনাত্রয়ী। এদের আলাদা করা গিয়েছে, কারণ উপন্যাস তিনটির নামের মধ্যেই জোছনা আছে। ----হুমায়ূন আহমেদ