মুক্তিযুদ্ধের সাংবাদিকতা নিয়ে গ্রহণযোগ্য ও প্রামাণ্যগ্রন্থের অভাব বহুকালের, যদিও ভিনদেশি পত্রপত্রিকায় প্রকাশিত ১৯৭১-এর প্রতিবেদনগুচ্ছ আগ্রহী পাঠকের দৃষ্টিগোচর হয়েছে ইতোমধ্যে। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের রণাঙ্গন সংবাদদাতা, লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক হারুন হাবীব সেই অভাব পূরণের চেষ্টা নিয়েছেন। এই গ্রন্থে দেশীয় ও মুক্তিযুদ্ধের রণাঙ্গন সাংবাদিকতা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে-যা জাতীয় জীবনের ঐতিহাসিক অধ্যায়। এ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জোগাতে ভারতীয় পত্রপত্রিকার যে ঐতিহাসিক ভূমিকা, তা নিয়েও বিশদ আলোকপাত করা হয়েছে- যা আগে হয় নি। আমাদের বিশ্বাস বইটি আগ্রহী পাঠকদের দৃষ্টি কাড়বে এবং মুক্তিযুদ্ধের সাংবাদিকতার ওপর প্রামাণ্যগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।