বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক মাত্রা নিয়ে চর্চা হলেও তুলনামূলকভাবে অনালোচিত রয়েছে মুক্তিযুদ্ধকালীন চিকিত্সার মাত্রাটি। যুদ্ধকালে আহত, নিহত, পঙ্গুত্ব বরণ করা জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং চিকিত্সার ব্যবস্থা যুদ্ধেরই অংশ। এই গ্রন্থ মুক্তিযুদ্ধকালের সেই চিকিত্সাযুদ্ধেরই ইতিহাস।