জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনসঙ্গী হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বাংলার ইতিহাসের পরম আশ্রয়ের নাম। কিশোরী রেণু যখন বঙ্গবন্ধুর সাথে পথ চলা শুরু করেন তখন থেকে আমৃত্যু জাতির পিতার ছায়াসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। অসমসাহসী এই মহিয়সী নারী নীরবে নিভৃতে সংসার,সন্তান,বাঙ্গালীর আন্দোলিত চেতনার অভিভাবক হয়ে ছিলেন। নিজ গুণে সবার অন্তরে বিরাজমান বিজয়লক্ষ্মী নারী হিসেবে সারাজীবন বঙ্গবন্ধুর সাথে স্বাধীনতার স্বপ্ন বুনে গেছেন। বাংলাদেশের ইতিহাসের পাতায় প্রজন্য থেকে প্রজন্মান্তরে তাঁর নাম উচ্চারিত হবে গৌরবে আর ভালোবাসায়। তিনি স্বাধীন বাংলার ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র।