দেশের ভেতরে ও বিশ্বজুড়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল অসংখ্য ঘটনা। পক্ষে-বিপক্ষে ভূমিকা রেখেছিল অগণিত মানুষ। প্রতিটি তারিখ ধরে ধরে সেসব ঘটনা এ বইয়ে সংকলনবদ্ধ করা হয়েছে। বইটি মুক্তিযুদ্ধের প্রতিদিনের ঘটনা-অভিধান। গবেষক ও কৌতূহলী পাঠকের হাতের নাগালে রাখার বই।