ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং স্বাধীনতা অর্জনের পর থেকেই অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নশীল বিশ্বের দেশ সমূহের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গত অর্ধ শতকে বিষয়টি নিয়ে তাত্ত্বিক পর্যায়ে যেমন আলোচনা হয়েছে অনেক, তেমনি বিবর্তন ঘটেছে উন্নয়ন সম্পর্কে মূল ভাবনাতেও। দারিদ্র্য হ্রাস, অসাম্য এবং কর্মসংস্থান এসব বিষয়ে সাফল্য নিয়েও বিতর্ক হচ্ছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে এবং বিশ্বায়নের প্রক্রিয়াও দ্রুততর এবং ঘনিভূত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে এই প্রক্রিয়া কি অবদান রাখছে সে প্রশ্ন এসে যাচ্ছে স্বাভাবিকভাবেই। তবে পাশাপাশি রয়ে গেছে উন্নয়নের গোড়ার প্রশ্নঃ কৃষি ও শিল ।