ইসলাম বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুসলিম পণ্ডিতদের লেখা মোট দশটি গ্রন্েথর বাংলা সারসংক্ষেপ ধরা আছে এই বইয়ে। পাশ্চাত্যের জ্ঞানকাণ্ডের আলোচনা পদ্ধতিকে বিবেচনায় রেখে, ইতিহাস আর সমকালের নিরিখে ইসলামের প্রাণশীলতার হালনাগাদ ধারণা পেতে এ বই পাঠককে সাহায্য করবে।