এখন তো সবাই টাইম মেশিনে মহাবিশ্ব ঘুরে বেড়াতে চায়। আবার এটাও জানতে চায়, বর্ষায় বাজ থেকে বাচার উপায় কী। জেমসওয়েব টেলিস্কোপের পাঠানো মহাবিশ্বের সাম্প্রতিক সাড়া জাগানো ছবি গুলো আমাদের নিয়ে গেছে বিগব্যাংয়ের আরও কাছে। বিজ্ঞানের সবকিছু জানা বোঝার আগ্রহ এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। সে জন্যই বইটি সবার হাতে হাতে থাকতে পারে।