দ্য ম্যান হু কাউন্টেড এক গাণিতিক অভিযাত্রার কাহিনি, যা পাঠককে নিয়ে যাবে অন্য ভুবনে। যেখানে গল্পের নায়ক অনন্য গাণিতিক প্রতিভার সাহাযে্য মীমাংসা করেন কলহের। শত্রুর হাত থেকে মুক্তি পান। অর্জন করেন খ্যাতি ও পুরস্কার। সেগুলো করেন গণিতের ধাঁধা সমাধান করতে করতে। গল্পগুলোতে আছে অসামান্য সাহিত্যিক ও গাণিতিক মাধুর্য। এই গণিত গল্পের মাধ্যমে উঠে এসেছে চমৎকারভাবে।