আত্মনির্মাণের পথেই মানুষ তার মেধাকে বিকশিত করে, পরিণত হয় অনন্য মানুষে। আত্মনির্মাণ নিঃসন্দেহে বড় মাপের ব্যাপার। আর যে-কোনো বড় নির্মাণ বা স্থাপনার ভিত্তি হচ্ছে ছোট-ছোট ইট। আপনার জীবন গড়ার কিছু ছোট-ছোট ইটকেই সাজিয়ে আপনার হাতে তুলে দেয়া হয়েছে এই ‘আত্মনির্মাণ’-এ।