হঠাৎই কেমন ওলটপালট হয়ে যায় সদ্য বাবা হারানো অর্পার জীবন ও জগৎ। চড়াই-উতরাইয়ে ভরা টালমাটাল একটি সময় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিন্তু জীবন সম্পর্কে তার ভিন্নধারার দৃষ্টিভঙ্গি বদলায় না তাতে। শেফ বা রাঁধুনি—আমাদের দেশের ছেলেমেয়েরা যে পেশাটিকে ভালোবেসে গ্রহণ করতে চায় না সচরাচর, সেটিকেই আঁকড়ে ধরতে চায় অর্পা—এমনকি মায়ের প্রবল অসম্মতি সত্ত্বেও। ঘটনাক্রমে জীবনের অমসৃণ যাত্রাপথেও এগিয়ে যাওয়ার একটি উপলক্ষ তার সামনে আসে। কী সেই উপলক্ষ? নতুন এই যাত্রায় সুদর্শন ও বুদ্ধিদীপ্ত তরুণ আবিরের আকস্মিক আবির্ভাব ও তিরোধান কী ভূমিকা রাখে? সবকিছু ছাপিয়ে অর্পা কি পারবে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে?